বিপিএল চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে হাই স্কোরিং ম্যাচ দেখলেও দ্বিতীয়টিই লো স্কোরিং। এতে ব্যাটসম্যানদের ব্যার্থতার চেয়ে বরং রংপুর রাইডার্স বোলারদের কৃতত্ত্বই বেশি। রংপুরের বোলারদের তোপে খুলনা টাইগার্স আটকে গিয়েছিল মাত্র ১৩০ রানেই।
তরুন ফাস্ট বোলার রবিউল হকের সামনে দাড়াতেই পারেনি খুলনার ব্যাটসম্যানরা, রবিউল একাই নিয়েছেন ৪ উইকেট। আর এ নিয়ে তাই প্রথম তিন ম্যাচের তিনটিতে হেরে জয়শূন্যই থাকল খুলনা, সাথে তিন ম্যাচের মধ্যে দ্বিতীয় জয় দেখলো রংপুর রাইডার্স ।
বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ও পেসার ওমরজাইয়ের কাছে শুরুতেই ধসে পড়ে খুলনার টপ অর্ডার ,পেসার রবিউলের তোপের পড়েছে মিডল অর্ডার, শেষটা হয়েছে হাসান মাহমুদের বোলিংয়ে। রবিউলের ৪ উইকেটের সঙ্গে রকিবুল, ওমরজাই ও হাসান নিয়েছেন ২টি করে উইকেট।
রাতে চট্টগ্রামের ঘাসযুক্ত উইকেট হয়ে এসেছে মন্থর, বল নিচুও হয়েছে বেশ, ব্যাটসম্যানেরা বেশ অসুবিধাতেই পড়েছেন তাতে। টসে হেরে ব্যাটিংয়ে নামা খুলনার ইনিংসকে বিভক্ত করা যায় তিন ভাগে—শুরুতে ধস, মাঝে পুনর্গঠনের চেষ্টা, শেষে আবার খেই হারানো।
সংক্ষিপ্ত স্কোর কার্ডঃ
খুলনা টাইগার্স: ১৯.৪ ওভারে ১৩০ (আজম খান ৩৪, ইয়াসির আলী ২৫, মোঃ সাইফউদ্দিন ২২; রবিউল ৪/২২, রকিবুল ২/২২, হাসান মাহমুদ ২/২২, ওমরজাই ২/৪১)
রংপুর রাইডার্স: ১৯.৩ ওভারে ১৩১/৬ (শোয়েব মালিক ৪৪, নাঈম শেখ ২১, শামীম পাটোয়ারী ১৬*; নাসুম ২/২১, রিয়াজ ২/২৪, সাইফউদ্দিন ২/৩৫)
ফলাফল: রংপুর ৪ উইকেটে জয়ী