ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ১৪ই জানুয়ারী স্প্রিং ২৩ ব্যাচ এ ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য নবীনবরন অনুষ্ঠান আয়োজন করে। আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাভিদ মাহবুব, নাভিদস কমেডী ক্লাব এবং নাভিদ মাহবুব ইনকর্পোরেটেড এর সিইও।
ইউল্যাবের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান নবীনদের স্বাগত জানান এবং বিভাগীয় প্রধান্দের পরিচয় করিয়ে দেন। এর পাশাপাশি ইউল্যাবের এডভেঞ্চার ক্লাব এবং ডিউক অভ এডিনবার্গ এর কথা উল্লেখ করে বিভিন্ন কার্যক্রম এর বিষয়ে কথা বলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তোমাদের সিভিতে কাজের কথা উল্লেখ করা দেশ গুরূত্বপূর্ন। বর্তমানে, ভালো রেজাল্ট থাকা ভালো কিন্তু এইটাই সব না। ভীড়ের মধ্যে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার জন্য তোমাদের হয়ে উঠতে হবে সমস্যা সমাধানকারী। “
ইউল্যাবের স্টুডেন্ট এফেয়ার্স এর ডিরেক্টর রেহান আহমেদ এর উপস্থানায়, অনুষ্ঠানে ইউল্যাবের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি মেম্বার, প্রশাসনিক কর্মকর্তা এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।