কাউসার আমিন হাওলাদার ইউরোপের দেশ মালটা প্রবাসী ২০১৮ সালে আত্মীয়-স্বজনের অনুরোধে শফিক ইসলাম জৈমাদার নামে এক যুবককে মালটাতে কাজের জন্য নিয়ে যাওয়া হয় তাদের আত্মীয়-স্বজনের অনুরোধক্রমে। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত তার পাওনা টাকা না পাওয়া তিনি শফিক কাছে বারবার টাকার জন্য অনুরোধ করে।
মালটা থাকা অবস্থায় বারবার টাকা চাওয়া হয়। পরে বিষয়টি আত্মীয়-স্বজনের মাধ্যমে তাকে অনুরোধ করা হয়। গতকাল ১৬-০১-২০২৩ রাত সাড়ে দশটা থেকে এগারোটায় কাউসার আমিন হাওলাদারের নিজ বাড়িতে অনধিকার প্রবেশ করে শফিক সহ ২০ থেকে ২৫ জন অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে হামলা করে এবং বাসা থেকে টাকা-পয়সা স্বর্ণ নিয়ে যায়। ঘরের বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয় খুন করে ফেলবে বলে তার মা বোনকে সাক্ষীদের হুমকি দেওয়া হয়!
কাউসার আমিন হাওলাদার সে সময় বাড়ির বাহিরে থাকায় তার মোবাইলে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তাকে যেকোনো জায়গা থেকে তুলে নিয়ে খুন করবে বলে বারবার হুমকি দেয়া হয়।
কাউসার আমিন হাওলাদারের মা ও বোন তাকে ফোন করে সতর্ক থাকার অনুরোধ করে। কাউসার আমিন হাওলাদার এ ব্যাপারে পটুয়াখালীর দুমকি থানার অফিসার্স ইনচার্জ বরাবর এজাহার করেন এবং তিনি বর্তমানে তার জীবন নাশের হুমকিতে রয়েছে বলে জানান।
কাউসার আমিন হাওলাদার বর্তমানে মালটা সফল ব্যবসায়ী হিসেবে সুপরিচিত এবং মালটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব।