রংপুর বিভাগের সর্বউত্তরের জেলা পঞ্চগড়র জেলার তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মাসুদুল হকের অফিসিয়াল নম্বর (০১৭০৮৩৯৭৭০৬) ক্লোন করে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, চেয়ারম্যান ও মেম্বারদের কাছে ফোন দিয়ে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা এই বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে ইউএনওর অফিসিয়াল নম্বর ক্লোন হওয়ার কথা বলে সবাইকে সচেতন থাকার কথা জানিয়ে সেদিনই অর্থাৎ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন উপজেলা প্রশাসক মাসুদুল হক।
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার ফরমান আলী জানান, ইউএনও স্যারের নম্বর থেকে ফোন করে ২০ হাজার টাকা দাবি করে। পরে দ্রুত বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে ইউএনও’র কার্যালয় থেকে বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেন। একই ঘটনায় উপজেলার ভজনপুর ও বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সচিব ও মেম্বারকে ফোন দিয়ে টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে বলে জানান উপজেলা প্রশাসন। তবে বাকি পরিষদে প্রতারকরা ফোন দিয়েছিলো কি না খোঁজ নেওয়া হচ্ছে।
এদিকে উপজেলা প্রশাসন জানায়, এটি একটি প্রতারক চক্রের কাজ। আমরা অফিসিয়াল নম্বর ক্লোন হওয়ার কথা জানিয়ে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছি।
ভারপ্রাপ্ত ইউএনও মাসুদুল হক আরও জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সাথে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে।