আইপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন তিনজন খেলোয়াড় সাকিব, মুস্তাফিজ এবং লিটন। সাকিব এবং মুস্তাফিজের আগেই আইপিএল খেলার অভিজ্ঞতা থাকলেও লিটন এবারই প্রথম। আগে থেকেই মুস্তাফিজকে ধরে রেখেছিল দিল্লি আর সাকিব গতবছর অবিক্রীত থাকার পর এবার তাকে দলে নিয়েছে কলকাতা।
প্রথম মেয়াদে কোচ হয়ে আসার পরপরই দেশের খেলা বাদ দিয়ে ফ্রাঞ্চাইজি লিগে খেলতে যাওয়া নিয়ে ঝামেলা হয় সাকিব হাতুরুর মধ্যে। খেলা চলার মধ্যেই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসে হাতুরু। কড়া হেডমাস্টার হিসাবে পরিচয় আছে হাতুরু সিংহের তাই সবার জল্পনা কল্পনা দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলার অনুমতি দিবেন কি না।
গত আসরের হাতুরু সিংহের সাথে এবারের হাতুরু সিংহের অনেক পার্থক্য দেখা যাচ্ছে, এবারের হাতুরুর সিদ্ধান্ত এখন অনেক পরিপক্ক। হাতুরু সিংহ নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন তিন জনকেই আইপিএল খেলার জন্য ছাড়বেন কিন্তু একসাথে সবাইকে না।
রোটেশন করে তিনজনকেই ছুটি দিবেন যেহেতু মুস্তাফিজ টেস্ট খেলেন না তাই তাকে প্রথমেই ছেড়ে দেওয়া হবে এরপর পালাক্রমে সাকিব ও লিটন। সাকিবকে ইংল্যান্ডে অনুষ্ঠিত আয়ারল্যান্ড সিরিজের ওডিআই সিরিজ থেকে ছুটি দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন কোচ এবং টিম ম্যানেজমেন্ট।
লিটন যেহেতু এবারই প্রথম ডাক পেয়েছে তাই তাকে খেলার জন্য ছাড়ার কথাও চিন্তাভাবনা করছে। এদিকে টেস্টের কথাও বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট, টেস্টের লিটনকেও বাংলাদেশের জন্য প্রয়োজন আছে।
আগামী বছর ইন্ডিয়াতে ওডিআই বিশ্বকাপ থাকায় আইপিএল খেলার অভিজ্ঞতাও বৈচিত্রময় অভিজ্ঞতা অর্জন করতে পারবে খেলোয়াড়রা সেই চিন্তা থেকেই মুলত হাতুরু এবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।