সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে আর পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৪৮ রানে। পচেফস্ট্রুমে আজ ছিল তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। তিন ম্যাচ সিরিজের একটি ম্যাচ জিতে থাকায় সিরিজও নিজেদের করে নেওয়ার সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের।
হাইনরিখ ক্লাসেনের এক অতিমানবীয় ইনিংসের উপর ভর করে দক্ষিন আফ্রিকা সিরিজ হার এড়িয়েছ। ক্লাসেনের ৬১ বলে ১১৯ রানের অপরাজিত ইনিংসে ক্যারিবীয়দের ৪ উইকেটে হারিয়ে সিরিজ ড্র করেছে দক্ষিন আফ্রিকা।
টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ২৬০ রানে অলআউট হয়ে যায়। এই রান তাড়া করতে নেমে ৮৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা কিন্তু বড় চাপ থেকে প্রোটিয়াদের জয়ের বন্দরে নিয়ে গেছেন ক্লাসেন।
প্রথমে ডেভিড মিলারের সঙ্গে ৩৮ বলে ৫৫ রানের জুটি গড়ে এরপর মার্কো ইয়ানসেনের সঙ্গে জটিতে গড়েছেন ম্যাচ জয়ের ভিত মাত্র ৬২ বলে ১০৩ রানের ঝোড়ো জুটি গড়েন দুজন। এতে তিন ম্যাচের ওডিআই সিরিজ ১-১ সমতায় শেষ করে দুই দল।