মঙ্গলবার, ২১শে মার্চ ২০২৩, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সফলভাবে হাল্ট প্রাইজ ২০২৩এর প্রোগ্রাম সমাপ্ত করে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা, বিচারক এবং সমস্ত ইউল্যাবের শিক্ষার্থী অংশগ্রহণকারীরা। ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩এর বিজয়ী দল “হক ইনসাইটস”।
ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩-এর উপদেষ্টা ঐশ্বিক আহমেদ বলেন, “আপনাদের সবাইকে ছাড়া এই ইভেন্টটি সফল হতো না, বিশেষ করে ইউল্যাব এর আয়োজক কমিটি যারা এই কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন।” তিনি আরো বলেন, “ইউল্যাব এর অংশগ্রহণকারীরা যারা এই প্রতিযোগিতার জন্য ইউনিক ব্যবসায়িক আইডিয়া নিয়ে এসেছিলেন,তা খুবই প্রশংসনীয় ছিল। আশা করি আপনারা সবাই এভাবেই কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন এবং আপনাদের ভবিষ্যতের প্রচেষ্টায় সফল হবেন। ধন্যবাদ!”
ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩ এই যাত্রায় হাল্ট প্রাইজের সাথে থাকার জন্য এবং সমর্থন করার জন্য প্রফেসর. ইমরান রহমান, ইউল্যাব অথোরিটি, এবং সমস্ত মিডিয়া পার্টনার, স্কিল পার্টনার, গোল্ড স্পনসর সবুজ গ্লোবাল এডুকেশন এবং ইন-কাইন্ড পার্টনার কে ধন্যবাদ জানায়। বিশেষ করে কমিটির সকল সদস্যদের যারা এই পাঁচ মাস ধরে কঠোর পরিশ্রম করে সফল অনুষ্ঠানের আয়োজন করেছেন।
সমস্ত অংশগ্রহণকারী এবং বিচারকদের সহায়তায়, ইউল্যাব এই ইভেন্টটিকে আকর্ষণীয়ভাবে সফল করেছে এবং অবশেষে ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩ এর সমাপ্তি করে।