সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-২০ তে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের ২য় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার মত স্কোর জমাও করে ওয়েস্ট ইন্ডিজ, টি২০ তে এর আগের নিজেদের রেকর্ড ভেঙ্গেই আজ সর্বোচ্চ ২৫৮ রান করে ক্যারিবিয়রা কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলনা।
ক্যারিবীয়দের ২৫৮ রান ৭ বল বাকি থাকতেই টপকে গেছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি রান তাড়ায় বিশ্ব রেকর্ড। শুধু রান তাড়ার দিক থেকেই নয়, দুই দল মিলিয়ে ম্যাচে ৫১৭ রান আর ৩৫ ছক্কাও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড এটি।
কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিকসের ওপেনিং জুটিই দক্ষিণ আফ্রিকাকে জয়ের ভিত গড়ে দেয়। ইনিংসের প্রথম বল থেকেই বোলারদের উপর তান্ডব চালায় এই জুটি। আকিল হোসেন আর জেসন হোল্ডারের ১২টি বলেই বাউন্ডারি হাকান তারা। মাত্র ৫ ওভারেই দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে জমা হয়ে যায় ৯২ রান যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার দ্রুততম ফিফটি আর বিশ্ব টি২০ ক্রিকেটে তৃতীয়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের প্রথম দশ ওভারে ১০২ রান তুলে আরেকটি রেকর্ড গড়ে তারা এটিই এখন পাওয়ার প্লের সর্বোচ্চ রান। মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেন কুইন্টন ডি কক, ওপেনিংয়ে ডি ককের সঙ্গী হেনড্রিকস থামেন দলকে ১৯৩ রানে রেখে ব্যাক্তিগত ৬৮ করে।
৭ বল বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেয় অধিনায়ক এইডেন মার্করাম ও হেনরিক ক্লাসেন ।
জনসন চার্লসের ঝড়ো সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিসের স্কোর বোর্ডে জমা হয় ২৫৮ রান, জনসন চার্লস ১১৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন মাত্র ৪৬ বলে । ১০টি চার ও ১১টি ছক্কা মেরে চার্লস তিন অঙ্ক স্পর্শ করেন। তবে ছক্কা এবং রানের রেকর্ড গড়লেও দিন শেষে হেরেই মাঠ ছাড়তে হয়েছে ক্যারিবীয়দের। রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা যে গড়েছে বিশ্ব রেকর্ড!
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সফল তাড়ায় সর্বোচ্চ রান ছিল অস্ট্রেলিয়ার। ২০১৮ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের ২৪৩ টপকে ২৪৫ রান তুলেছিল ডেভিড ওয়ার্নারের দল। আজ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সে রেকর্ড নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।