যদিও কাজটা কঠিন কিন্তু তারপরও বাংলাদেশকে টি ২০ তে হারাতে পারবে আয়ারল্যান্ড মনে করেন কোচ আইনরিখ ম্যালান। ইতিপূর্বে বাংলাদেশকে হারানোর অভিজ্ঞতা আছে আইরিশদের, কয়েকদিন আগেই পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান তাছাড়া ওডিআই আর টি ২০ সম্পূর্ণ আলাদা ধরনের খেলা উল্লেখ করে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলে আইরিশ কোচ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে আয়ারল্যান্ড, ওডিআই সিরিজ হারের পর আগামীকাল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সবশেষ টি২০ সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ আর আয়ারল্যান্ড জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে।
তাই চ্যালেঞ্জটা যে অনেক কঠিন আয়ারল্যান্ড কোচ ভালোভাবেই তা জানেন এবং এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাঁর দল।
সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘মাত্র কয়দিন আগের কথা ধরুন না, আফগানিস্তান পাকিস্তানকে হারিয়েছে। যে সংস্করণ যত সংক্ষিপ্ত, সব দলের সম্ভাবনাই তত বেশি, তাই না? টি-টোয়েন্টি ক্রিকেটের রোমাঞ্চকর ব্যাপার এটিই। আর আমরাও দেখিয়েছি, আমরা টি-টোয়েন্টি ভালো খেলতে পারি।