ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক বই ও স্থিরচিত্র প্রদর্শনী এবং একটি আলোচনা সভা আয়জন করে। এতে উদ্বোধনী বক্তব্য রাখে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।
নাজনীন হক মিমি, বিখ্যাত লেখিকা এবং কলামিস্ট আয়োজনটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহিদ সার্জেন্ট জহুরুল হকের বোন সালমা হোসেনকে সঙ্গে নিয়ে। নাজনীন হক বই এবং স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা, অধ্যাপক সামসাদ মর্তুজার দ্বারা পরিচালিত, মক্তিযুদ্ধ বিষয়ক একটি আলোচনা সভায় যোগ দেন।
তার বক্তব্যে তিনি বলেন, “আগরতলা ষড়যন্ত্র মামলার নাম তৎকালীন পাকিস্তানি সরকার নাম দিয়েছে ষড়যন্ত্র। কিন্তু আমি সবসময় আমার বাবা চাচাদের কাছে শুনে এসেছি জে এইটা কোন ষড়যন্ত্র ছিল না। এটি ছিলো দেশকে মুক্ত করার একটি দুঃসাহসি পদক্ষেপ। অনুষ্ঠান শেষে অতিথির হাতে সম্মাননা পদক তুলে দিয়ে আয়োজনটির সমাপ্তি টানেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য আমিনা আহমেদ।
আয়োজনটিতে ইউল্যাবের ট্রেজারার, রেজিস্ট্রার, অনুষদ ও বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষক এবং ছাত্র ছাতীরা উপস্থিত ছিলেন।