ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ, ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এক্রিডিটেশন অর্জন করেছে। আইইবি’র বোর্ড অব আক্রেডিটেসন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এ স্বীকৃতি দিয়েছে।
আইইবি স্বীকৃতি যে কোন প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং গবেষনায় উৎকর্ষতার পরিচয় বহন করে। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানটি যে আইইবি এর নির্ধারিত স্টান্ডার্ড মেনে চলে তারও প্রমান দেয়। আইবি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানে অধ্যায়ন শেষে শিক্ষার্থীরা যে সনদ পায় তা মানসম্মত প্রতিষ্ঠানগুলোতে চাকরীর ক্ষেত্রে এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে মূল্যায়িত হয়।
ইউল্যাবের ইইই বিভাগের প্রধান, আধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন জানান, এই স্বীকৃতি অর্জন আমাদের ছাত্র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, ইন্ডাস্ট্রি এডভাইসরি প্যানেলসহ সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই স্বীকৃতিতে আমরা গর্বিত এবং এটি আমাদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের প্রতিশ্রুতির একটি স্বাক্ষর।