গত শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ- এর সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের পক্ষ থেকে “ইদ উপহার” উপহার বিতরণ প্রোগ্রাম আয়োজন করা হয়।
উক্ত প্রোগ্রাম উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী এবং ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যবৃন্দ।
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত মানুষের সাথে ইদের খুশি ভাগাভাগি করে নেওয়া এবং তাদের মুখে এক চিলতে হাসি ফোটানোর চেষ্টা করা। মানুষের টিকে থাকার একটা বড় কারণ পরস্পরের প্রতি সহানুভূতি, সহায়তার মনোভাব এবং সংঘবদ্ধতা। তাই তাদের এই উদ্যোগটি মানুষকে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াকে অনুপ্রাণিত করে।
প্রোগ্রামটি ফলপ্রসূ করতে সার্বিকভাবে সহযোগিতা করে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ারের ভলান্টিয়ারবৃন্দ। পাশাপাশি এই প্রোগ্রামের মাধ্যমে তারা ভবিষ্যতে এরকম প্রোগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নেন এবং সকল সদস্যদের আহ্বান জানান এরকম প্রোগ্রামে অংশগ্রহণ করার।