থেমে নেই মুজিব শর্তবর্ষ চলছে ই-সেবা ক্যাম্পেইন। প্রচার ক্যাম্পেইন চলছে কামারজানি প্রত্যান্ত অঞ্চলেও।
বাড়ছে সেবা বহর, গ্রাম হবে শহর শ্লোগান কে সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটু্আই প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত চলছে মাস ব্যাপী মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন।
ই-সেবা ক্যাম্পেইনের কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টার আয়োজনে মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রত্যান্ত অঞ্চলের পিছিয়ে পরা জনগোষ্ঠিকে ডিজিটাল সেন্টারের সেবা বিষয়ে অবগত করতে গোঘাট গ্রামের মাঝি পাড়ায় গতকাল ৩ নভেম্বর ২০২০ইং তারিখে রাত ৮টায় ঢোল শহরত দিয়ে প্রচার করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে যাত্রাপালা “বেহুলা” দেখানো হয়েছে ও লিপলেট বিতরণ করা হয়েছে।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে যাত্রাপালা “বেহুলা” দেখার জন্য প্রায় ১ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইনের প্রচার করতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের প্রদর্শনী অনুষ্ঠানটিতে স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গোঘাট সমাজ কল্যাণ সংস্থা সাবির্ক সহযোগীতা করেন।
অবশেষে দর্শকদের মাঝে মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইনে প্রায় ১০০০ লিফলেট বিতরণ করা হয়েছে। মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে কিছু সেবা নাম মাত্র মুল্যে ও কিছু সেবা বিনা মূল্যে প্রদান করা হচ্ছে। উক্ত ক্যাম্পেইনটি আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে।