আজ শুক্রবার বাদ জুমা হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি, গিদারী, মালিবাড়ী ও মোল্লারচরের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে কামারজানিতে এক বিশাল প্রতিবাদ সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
কামারজানি কেন্দ্রীয় মসজিদ থেকে র্যালীটি শুরু হয়ে কামারজানি বাজার এবং সিএনজি স্ট্যান্ড প্রদক্ষিণ করে কামারজানি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা ও আখেরী মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সভায় বক্তব্য রাখেন হাফেজ ক্বারী মাওলানা মো. আবুল বাশার, মাওলানা মো.এমদাদুল হক রনি, মাওলানা মো. শাফিউল ইসলাম , মাওলানা ক্বারী মো. কামরুজ্জামান, মাওলানা মো. আবদুর রউফ, মাওলানা মো. মোজাম্মেল হক, মাওলানা মো. রেজাউল করিম, মাওলানা মো. আবদুল লতিফ প্রমূখ।
পরে সমাপনী বক্তব্য ও আখেরী মুনাজাত পরিচালনা করেন কামারজানী বণিক দাখিল মাদ্রসার সহকারী প্রিন্সিপাল মাওলানা মো. হাফিজুর রহমান।