মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন উদযাপনে কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের আয়োজনে আজ
শুক্রবার সকাল ১১ টায় কড়াইবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল সেন্টার ছন্দ রচনা প্রতিযোগীতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর এই শ্লোগান কে সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটু্আই প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত মাস ব্যাপী মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন গত ১১ অক্টোবর ২০২০ তারিখ থেকে শুরু করে আগামী ১০ নভেম্বর ২০২০ইং পর্যন্ত চলবে।
মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন সফল করতে গাইবান্ধা সদরের কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন এবং বিভিন্ন সরকার, বে-সরকারী সেবা নাম মাত্র মুল্যে ও কিছু সেবা ফ্রিতে প্রদান করছেন। মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেনের অংশ হিসেবে কামারজারি কড়াইবাড়ি গ্রামের স্বেচ্ছাসেবী ও ছাত্র সংগঠন “কড়াইবাড়ি শান্তি সংঘ” এর অংশগ্রহণে আজ কড়াইবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভা ও ডিজিটাল সেন্টার ছন্দ রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবা প্রদান বিষয়ে মতবিনিময় করা হয়। মতবিনিময় শেষে সংগঠনের সদস্যদের মাঝে ডিজিটাল সেন্টার ছন্দ রচনা প্রতিযোগিতা দেয়া হয়। প্রতিযোগীতায় অনেক সুন্দর সুন্দর ছন্দ রচনা করেন । ছন্দ রচনাকারী ৩ জন বিজয়ীর মাঝে পুরষ্কার বিতরন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।