৪৯তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুষম উন্নয়নের লক্ষ্যে সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। সেই সাথে নারীরা এগিয়ে আসলে দুর্নীতি কমবে; সেজন্য সমবায়ে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা আরও বলেন, ঋণের সুবিধার জন্য যাতে কাউকে দেশান্তরিত হতে না হয়, সেজন্য ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়ের ব্যবস্থা করেছে সরকার। কোন জায়গা যাতে অনাবাদি না থাকে সেদিকে নরজর দেয়ারও আহবান জানান প্রধানমন্ত্রীর।
এছাড়াও ইতোমধ্যে ‘আমার বাড়ি-আমার খামার’ প্রকল্পের আওতায় ১০টি গ্রামে বঙ্গবন্ধু মডেল গ্রামের কর্মসূচি শুরু হয়েছে। এ বছর ১০টি সমবায় সংগঠনকে দেয়া হয়েছে এ পুরস্কার।