সারা দেশের ন্যায় ভোলার লালমোহনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমোহন উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে ৭ নভেম্বর ২০২০ শনিবার সকাল ১০টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শ্রেষ্ঠ সমবায় সমিতির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। লালমোহন উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দ দিবসটি পালন করেন।
লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, সমবায় অফিসার মোঃ আবদুল্লাহ আল কায়ুম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, এলজিইডি প্রকৌশলী মোঃ আলী রেজা রাজু, মৎস্য কর্মকর্তা সুদিপ্ত সরকার, মুক্তিযুদ্ধা মোঃ শাহজাহান মিয়া, সমবায়ী মোঃ বদরুজ্জামান, মোঃ বাহার প্রমূখ।