গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭০২ জনে। এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ২৮২ জনের শরীরে। সবমিলে এখন দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন করোনা রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আজ শনিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে এ তথ্য জানানো হয়। এ সময়ের মধ্যে মোট সুস্থ হয়েছেন আরো ২ হাজার ২৪৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন।