সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই বলিউড পাড়ায় আবার আত্মহত্যার খবর। এবার আত্মহত্যা করলেন অভিনেতা আসিফ বসরা। হিমাচল প্রদেশের ধরমশালার ম্যাকলিওডগঞ্জ থেকে উদ্ধার হয় আসিফ বসরার মৃতদেহ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ৫৩ বছর বয়সী এ অভিনেতা। যদিও প্রশাসন এখন পর্যন্ত নিশ্চিত কারণটা জানাতে পারেননি বা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তারা জানায়, সবেমাত্র ঘটনার তদন্ত শুরু হয়েছে। কাজ করছে ফরেনসিক বিশেষজ্ঞরাও।
জানা যায়, ধর্মশালায় তার কিছু সম্পত্তি আছে। গত পাঁচ বছর ধরে সেটি লিজে দেওয়া ছিল। সেটার খোঁজ-খবর নিতে সেখানে যান তিনি।
আসিফ সংবাদের পাতায় বড় জায়গা না পেলেও ছিলেন প্রশংসিত অভিনেতা। অত্যন্ত পরিচিত এ মুখ একাধিক ছবিতে অসাধারণ সব চরিত্রে অভিনয় করেছেন। অনুরাগ কাশ্যপের ‘ব্ল্যাক ফ্রাইডে’-তে কোরাইশির চরিত্রে তার অভিনয় ভিন্ন মাত্রা দিয়েছিল। রাহুল ঢোলাকিরায় ‘পারজানিয়া’ ছবিতে ভালো কাজ করেছিলেন।
২০১০ সালে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’তে অভিনয় করেন। সেখানে তিনি ছিলেন ইমরান হাশমির পুলিশ বাবার চরিত্রে। অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুতের ‘কাই পো চে’-তে। কাকতালীয়ভাবে এই দুই শিল্পীর মরদেহ একইরকমভাবে উদ্ধার করল পুলিশ।
আসিফ ভারতীয় থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন। ফিরোজ আব্বাস খানের ‘মহাত্মা ভার্সেস গান্ধী’-তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সর্বশেষ তাকে দেখা যায় ‘পাতাল লোক’ ওয়েব সিরিজে।
ভারতীয় সিনেমা ছাড়াও ওয়ান নাইট উইথ দ্য কিং, কুইকস্যান্ড অ্যান্ড আউট সোর্সডে’র মতো বেশ কিছু বিদেশি প্রজেক্টেও অভিনয় করেছেন আসিফ বসরা।
উল্লেখ্য, চলতি বছরে জুনের মাঝামাঝি বলিউডের এ লিস্টেড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবরে তোলপাড় হয় বলিউড। তার মৃত্যুতে বলিউডে মাদকযোগ ও নেপোটিজম নিয়ে বিদ্ধ হয় ভারতের সবচেয়ে বড় এই চলচ্চিত্র জগত।