বিশ্ববাজারে সোনার দর নিম্নমুখী থাকায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে হবে ৭৩ হাজার ৮৩৩ টাকায়। নতুন দর আজ বুধবার থেকে সারা দেশে কার্যকর হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, “বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনকে ঘিরে সোনার বাজার অস্থির হয়ে উঠেছিল। নির্বাচনের ফলাফল কী হয়? অস্থিরতায় আশঙ্কা মাথায় রেখে সবাই সোনার মজুদ বাড়িয়েছিল। ফলে বেড়ে গিয়েছিল দাম।
“জো বাইডেন জয়ী হওয়ায় সর্বত্র একটা স্থিতিশীল পরিবেশ ফিরে এসেছে। এর প্রভাবেই কমে আসছে গোল্ডের দাম।”
বাজুস মঙ্গলবার এক ঘোষণায় সব ধরনের সোনার দাম ভরিতে দুই হাজার ৫০৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে।
দেশের বাজারে বুধবার থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৭৩ হাজার ৮৩৩ টাকায় বিক্রি হবে।
২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ৭০ হাজার ৬৮৪ টাকায়। ১৮ ক্যারেটের বিক্রি হবে ৬১ হাজার ৯৩৬ টাকায়।
আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৫১ হাজার ৬১৩ টাকায়।
মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৭৬ হাজার ৩৪১ টাকায়, ২১ ক্যারেটের সোনা ৭৩ হাজার ৮৫৯ টাকায়, ১৮ ক্যারেটের সোনা ৬৪ হাজার ৪৪৪ টাকায় এবং
সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয় ৫৪ হাজার ১২১ টাকায়।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও কমলে স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হবে বলে জানানো হয়েছে।