আজ সকালে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) ফাউন্ডেশন গাইবান্ধা অফিস কার্যালয়ে নিযাচা কেন্দ্রীয় কমিটি সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মাহফুজার রহমান এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নিযাচা’র চেয়ারম্যান আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নিযাচা’র মহাসচিব সালাহউদ্দিন কাসেম, সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মাহফুজার রহমান,নিযাচা’র উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ,মিঠু,আশরাফ রেজা,শাহরিয়ার চৌধুরী প্রান্ত,শ্রমিক নেতা ওয়াসিম আলম,আল মাহমুদ ইমন, আনিস।
গাইবান্ধা সদর উপজেলায় সকল ধরনের অন্যায় ও অপরাধ দমনে নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আশ্বাস দেন নবাগত অফিসার ইনচার্জ মাহফুজার রহমান।
তিনি জানান, থানায় কোন প্রকার দালাল অনুপ্রবেশ করতে পারবে না এবং আমার সর্বোচ্চ দিয়ে গাইবান্ধাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইনুল ইসলাম।