ব্রাদারহুড অব কামারজানী কর্তৃক আয়োজিত এক বিশাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ইং এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল গত ২৮ শে নভেম্বর। ৪ দিন ব্যাপী এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আসরের শুরুতে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহাম্মদ আসিফ রহমান, সভাপতি,গাইবান্ধা জেলা ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন ব্রাদারহুড অব কামারজানীর সভাপতি মোঃ মাহামুদুল হাসান, সাধারন সম্পাদক মোঃ রায়হান সরকার, ক্রীড়া উপকমিটির আহবায়ক আসাদুজ্জামান সুমন সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মহিউল ইসলাম, সদস্য,সদর উপজেলা ও সাধারণ সম্পাদক,১২ নং কামারজানী ইউনিয়ন আওয়ামীলীগ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মা টেলিকম এন্ড ইলেকট্রনিক্স ও মোস্তা বস্ত্রালয়ের সৌজন্যে এই ব্যাটমিন্টন টুর্নামেন্টের সকল ইভেন্টে এলাকার সুধী সমাজের সকল ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং পুরোপুরি জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিটি ম্যাচ সফল হচ্ছে।