দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী। একই সময় নতুন করে আরও ২ হাজার ১৯৮ জন রোগী শনাক্ত হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন।
দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।