দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ২ হাজার ১১৯ জন রোগী শনাক্ত হয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন।
অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৩৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ। আজ গতকালের তুলনায় করোনা রোগী শনাক্তের হার, নতুন রোগী ও মৃত্যু সবই বেড়েছে।