শীতকালে করোনার কবল থেকে রক্ষার্থে নানান সংগঠন সচেতনতার পাশাপাশি জনগণের দ্বারপ্রান্তে কাজ করে যাচ্ছে।
গতকাল বিকেলে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শহরের ডিবি রোডে ১নং ট্রাফিক মোড়ে পথযাত্রীসহ অনেক লোকের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
পাশাপাশি করোনার কবল থেকে সুরক্ষা পেতে সকলকে সচেতনতা অবলম্বন করতে সমাজের গুণীজন বক্তব্য রাখেন।
ডা. শাহীনুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল মতিন মিয়া,পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান, বিএমএ সভাপতি ডা.মতিয়ার রহমান ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. আসাদুজ্জামান,সমাজ কল্যাণ সম্পাদক মঞ্জুরুল হাসান সৌরভ,সদস্য ডা.মোস্তাফিজুর রহমান,গাইবান্ধা জেনারেল হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ সার্জন ডা. আয়নাল হক।
আমন্ত্রিত অতিথি হিসেবে নিচিচা জেলা সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, শীতকালে করোনার প্রকোপ বাড়তে পারে, জনহিতকর সচেতনতা বৃদ্ধির লক্ষে সকলকে একযোগে কাজ করার আহবান এবং সব সময় মাস্ক পরিধান ও পুষ্টিকর খাবার খাওয়ার জোরালো আহবান জানান ।
নিচিচা জেলা সভাপতি মাহবুব উল হাসান রিপন জানান, পরিবার,সমাজ তথা দেশের কল্যাণে আসুন সবাই করোনা সম্পর্কিত বিষয়ে সচেতন হই এবং অপরকে সচেতন করি।