সাধারণত দেশের অন্য সব অঞ্চলের চেয়ে ঢাকায় শীতের তীব্রতা কিছুটা কম থাকে। তবে ডিসেম্বরে এসে এ অঞ্চলে শীত বাড়তে শুরু করেছে।
সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই জায়গায় অবস্থান করলেও সূর্যের দেখা না মেলা, কুয়াশা পড়া ও উত্তর/উত্তর-পশ্চিমের হিমেল বাতাসে ঢাকায় বাড়ছে শীতের তীব্রতা।
আজ বুধবারও (৯ ডিসেম্বর) হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশায় ঢেকে আছে রাজধানী শহর। সকাল ১০টার পরও দেখা নেই সূর্যের। রয়েছে হিমেল হাওয়া।
এ দিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।