এবার না ফেরার দেশে পাড়ি জমালেন পাওলো রসি। ১৯৮২ বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি এই স্ট্রাইকার ৬৪ বছর বয়সে চলে গেলেন না ফেরারদেশে। আজ সকালে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান সংবাদমাধ্যম।
তার ক্যারিয়ারের শীর্ষবিন্দু ছিল ১৯৮২ বিশ্বকাপ ফুটবল। এতে ৬টি গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতা হন। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে দুই বছরের জন্য তিনি নিষিদ্ধ ছিলেন। ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাট্রিক করে দলকে জেতান ৩-২ গোলে, সেমি-ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে ২ গোল করেন এবং ফাইনালে জার্মানির বিপক্ষে করেন আরো একটি গোল।
আরএআই স্পোর্টে ফুটবল কোচ হিসেবে কাজ করতেন রসি।
ইতালির হয়ে ৪৮ ম্যাচে ২০ গোল করেছেন রসি। জিতেছিলেন ব্যালন ডি’অরও। বুট তুলে রাখার পর কাজ করেছেন ফুটবল কোচ হিসেবে। তিন সন্তানকে রেখে সেই রসি চলে গেলেন না–ফেরার দেশে। তাঁর মৃত্যুর পর শ্রদ্ধার ঢল নেমেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ।