বিডিটোন২৪.কম পাঠক ফোরাম আয়োজিত #Contest_For_VictoryDay ফটো/পেইন্টিং প্রতিযোগীতার ফলাফল প্রকাশ করা হয়েছে। মুজিব শতবর্ষের এই বিজয়ের দিনকে আরো উৎসব মূখর করতেই এই আয়োজন করে বিডিটোন২৪.কম পাঠক ফোরাম। বিজয়ের এই মাসের প্রথম ১৫ দিনের আয়োজনের আজ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
ফটো/পেইন্টিং প্রতিযোগীতায় নিজের হাতে আঁকা হুমায়ূন আহমেদের অনন্য চরিত্র হিমু-রূপা কে নিজের হাতে সুনিপুণ দক্ষতার সাথে পেইন্টিং করে তা দিয়ে প্রতিযোগীতায় অংশ নিয়ে লাইক-কমেন্টের ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড করেছেন ঈশীতা আকন্দ নামের এক তরুণী। এই প্রতিযোগীতায় তার মোট অর্জিত পয়েন্ট ২৫৬।
প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সবুজ নামের আরেক তরুণ, যিনি বাস্তব জীবনে কোন প্রিয় মানুষকে না পাওয়ার চিত্র তুলে ধরেছেন নিজের ডিভাইসের মাধ্যমে এবং পাঠকদের মনে দাগ কেটেছেন। লাইক-কমেন্টের ভিত্তিতে তিনি ২১৬ পয়েন্ট অর্জন করে প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন।
বিডিটোন২৪.কম পাঠক ফোরামের কন্টেস্টে সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে তৃতীয় স্থান অধিকার করেছেন ইমরানুল হাসান ইমন নামের এক তরুণ। তার অর্জিত মোট পয়েন্ট ১৯৮।
উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা এবং যারা প্রতিযোগীতায় সেরা তিনে আছেন সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রশাসনিক কর্তৃপক্ষ। যারা প্রতিযোগীতায় অংশ নিয়ে সেরা তিনে আছেন তাদের কে আগামী ২৪ ঘন্টার মধ্যে BDTone24.com এই অফিসিয়াল পেজে পুরস্কার গ্রহণের জন্য নাম, ঠিকানা ও ফোন নাম্বার (কুরিয়ার সার্ভিস যেন পৌঁছাতে পারে) ইনবক্স করার জন্য বলা হয়েছে।
#Contest_For_VictoryDay-এর ফটো/পেইন্টিংগুলো “বিডিটোন২৪.কম পাঠক ফোরাম” এই গ্রুপে পাবেন।