আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে VSO বাংলাদেশের এর ন্যাশন্যাল ইয়ুথ এনগেইজমেন্ট নেটওয়ার্ক (NYEN) প্রজেক্টের উদ্যোগে ঢাকায় অবস্থিত ইয়াং ওমেন ক্রিশ্চিয়ান এসোসিয়েশন ট্রেইনিং সেন্টারে দুইদিন ব্যাপী ‘NYEN এর শিক্ষা ও পরিকল্পনা ‘ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে।
২০ ও ২১ শে ডিসেম্বরে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহন করেছেন।
দুই দিন ব্যাপী এ কর্মশালায় উপস্থিত ছিলেন VSO এর Project Implementation Lead জনাব সালাউদ্দিন আহমেদ, NYEN প্রজেক্টের কোর্ডিনেটর ফিরোজ আহমেদ, VSO Alumni Association এর সভাপতি তাইফুর আহমেদ। কর্মশালার মূল উপপাদ্য ছিল স্বেচ্ছাসেবীদের ক্যারিয়ার বিষয়ক দক্ষতা উন্নয়ন ও জ্ঞান বৃদ্ধি করা। এছাড়াও করোনা কালীন সময়ে কীভাবে সমাজের মানুষের সেবায় কীভাবে নিজেকে যুক্ত করা যায় সে বিষয়েও আলোচনা করা হয়।
স্বেচ্ছাসেবী দিবস ২০২০ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে জনাব সালাহউদ্দিন আহমেদ, সমাজ উন্নয়নে স্বেচ্ছাসেবীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান এবং VSO এর পক্ষ থেকে তাতে সকল সহায়তা দিয়ে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
প্রথম দিন NYEN এর ২০২০ সালের বার্ষিক কার্যাবলি তুলে ধরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ গ্রুপ। পরবর্তীতে ২০২১ এর নতুন পরিকল্পনা ও প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় দিনে উপস্থিত স্বেচ্ছাসেবীদের ক্যারিয়ার গাইডেন্স কর্মশালা পরিচালনা করেন জোসেফ চাকমা ও আমির হামজা জিহাদ। কর্মশালা বিষয়ে NYEN কোর্ডিনেটর ফিরোজ আহমেদ জানান, “স্বেচ্ছাসেবীদের দক্ষতা ও জ্ঞান সমৃদ্ধির মাধ্যমে সামাজিক উন্নয়নের যাত্রাকে এগিয়ে নিতে এই কর্মশালাটি অত্যন্ত শিক্ষণীয় এবং ফলপ্রসু।”
ভিএসও NYEN এর নবনির্বাচিত সভাপতি তাইফুর আহমেদ বলেন, “সামাজিক উন্নয়নকে আরো টেকসই এবং কার্যকরী করতে তরুণদের ভূমিকা অপরিসীম। তরুণদের উচিত স্বেচ্ছাসেবায় নিজেদের আরো বেশি সংখ্যায় নিয়োজিত করা।”