নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন এর পঞ্চগড় টিমের সদস্যরা “বেকার থাকবো না একটা দিনও” এই শ্লোগান নিয়ে গত ২৬শে ডিসেম্বর জেলা মিটআপ সম্পন্ন করে। মিটআপ টি অনুষ্ঠিত হয় সাকোয়া ডিগ্রি কলেজে। মিটআপে জেলা, উপজেলা এবং ক্যাম্পাস এম্বাসেডরগণ সহ নতুন ও পুরাতন উদ্দোক্তারা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজ এর এম্বাসেডর শ্রী বকুল চন্দ্র রায় । হিমালয় কন্যা পঞ্চগড় জেলা আর থেমে নেই এগিয়ে যাওয়ার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে কাজ করছে- পঞ্চগড় জেলার সকল সদস্যগণ।
মিটআপে টাচ ফ্যাশন এর প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মজিদ বলেন, “একটা সময় আমি প্রচুর কষ্ট করেছি, আমি চাকুরি করতাম তখন ৯০ টাকা পেতাম দিনে,আর এখন আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানেই কাজ করছে ৯০+ সদস্য।”
ডিস্ট্রিক্ট এম্বসেডর শাহিন বলেন, “আমরা উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছি তবে খুব শীঘ্রই পঞ্চগড় জেলা থেকে উদ্যোক্তা তৈরি হবে। পঞ্চগড় জেলায় দিন দিন সদস্য সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে এবং আমরা সর্বত্র চেষ্টা করছি আমাদের প্লাটফর্ম কে মানুষের সামনে তুলে ধরার।”
নবনির্বাচিত ডিস্ট্রিক্ট এম্বসেডর হামিদুর ইসলাম বলেন, “আগে আমি জানতাম না ভলান্টিয়ারিং কি ‘নিজের বলার মত গল্প ফাউন্ডেশন’ এসে আমি শিক্ষেছি কিভাবে ভলান্টিয়ারিং করতে হয়। কিভাবে মানুষের সামনে কথা বলতে হয়, এবং সারা বাংলাদেশের সাথে বিশাল একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। যারা সকলেই ভালো মানুষ এবং স্বপ্নবাজ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জনাব ইকবাল বাহার জাহিদ স্যার প্রতি যিনি আমাদের এত সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন।”
নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার সামাজিক দায়বদ্ধতা থেকে এই প্লাটফর্ম তৈরী করেন, উদ্যোক্তা তৈরী করার লক্ষে তিনি টানা ৯০ দিনের ফ্রি প্রশিক্ষণ দিয়ে থাকেন।