বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহরে সদ্য যুক্ত হওয়া নতুন বিমান ৮-৪০০ ‘ধ্রুবতারা’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজের মধ্যে প্রথমটির নাম হচ্ছে ‘ধ্রুবতারা’। প্রধানমন্ত্রী নিজে এই উড়োজাহাজের নাম রেখেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানের এই নতুন উড়োজাহাজের উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নামটা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় তিনি সংশ্লিষ্টদের নিয়ে লোগা তৈরি করেছিলেন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজ যেটা উদ্বোধন করতে যাচ্ছি, সেটা যেমন আমাদের অভ্যন্তরীণ যোগাযোগটা বাড়াবে, পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন আমরা করতে পারব।’
করোনা মহামারি সরকারের বিভিন্ন পরিকল্পনা ওলটপালট করে দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা এতগুলো, এত চমৎকার এয়ারলাইনসগুলো কিনলাম, কিন্তু করোনাভাইরাসের ফলে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপীই এই সমস্যাটা হচ্ছে।’
গত ১০ বছরে দেশের পতাকাবাহী বাংলাদেশ বিমানে ১২টি অত্যাধুনিক উড়োজাহাজ সংযুক্ত করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারিতে আরো দুটি ড্যাশ এইট বিমান এই বহরে সংযুক্ত হবে।’
নতুন উড়োজাহাজটি সংযোচিত হওয়ায় বিমান বহরে বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা ১৯টি। এগুলোর মধ্যে ৪টি বোয়িং৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮, ২টি বোয়িং ৭৮৭-৯, ৬টি বোয়িং ৭৩৭ এবং ৩টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ।