করোনা প্রতিরোধে জনগণকে আরও উৎসাহিত করতে বিনামূল্যে ২ শতাধিক মাস্ক বিতরণ করেছে( ‘রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভাররা।
আজ ২৮/১২/২০২০ ইং রোজ সোমবার, করোনা মহামারীর ২য় ধাপ মোকাবেলায় রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে ইন্সটিটিউট এর কর্মচারী এবং সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন করে। উক্ত মাস্ক বিতরন ক্যাম্পিং এর উদ্ভধন করেন অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন স্যার।
সারাদিন ব্যাপি এ কার্যক্রমে দুই শতাধিক সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ এবং মাস্ক ব্যবহারে সচেতন করা হয়।পেশাজীবি ও সাধারণ মানুষদের মাঝে করোনাকালিন স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বজায় রেখে, সাবান পানি ব্যবহারে জনগণকে উৎসাহিত করে রোভাররা। এ কার্য়ক্রম পরিচালিত হয় রোভার স্কাউটার মহাদেব কুমার গুন স্যার এর নেতৃত্বে।