২ জানুয়ারী ২০২১, শনিবার রাত ৮ ঘটিকায় বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপার প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনের সভাপতিতে ও সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনির পরিচালনায় অনলাইন প্ল্যাটফর্ম ‘জুম’ এর ভিডিও কনফারেন্সে বনপার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মিটিং শুরুর আগে www.bonpa.org বনপার অফিসিয়াল ওয়েবসাইট নোটিশ বোর্ডে, বনপার অফিসিয়াল (www.facebook.com/bonpa2012) ফেসবুক পেজে এবং এসএমএস এর মাধ্যমে জুম মিটিং আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হয়।
বনপার সম্মানিত সকল সদস্য এই সাধারণ সভায় অংশ গ্রহন করেন।
সভার আলোচ্যসূচীঃ-
১) বনপার মৃত সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ এবং মৃত সদস্য ও অসুস্থ সদস্যদের জন্য দোয়া।
২) বনপার সাংগঠনিক কাজের বিষয়ে অবহিত করন।
৩) বনপার আয়-ব্যয়ের হিসাব অনুমোদন।
৪) বনপার কেন্দ্রীয় কমিটি গঠন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন।
৫) বিবিধ।
আগামী সেসনের জন্য মোঃ শামসুল আলম স্বপন কে সভাপতি ও রোকমুনুর জামান রনি কে সাধারণ সম্পাদক হিসেবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পুনরায় নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রতিনিধিদয় বলেন আগামী মার্চে অভিষেকের মাধ্যমে ৪১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।