সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় জাফলং অবস্থিত, বাংলাদেশের জনপ্রিয় দর্শনীয় স্থান জাফলং । পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানি, ঝুলন্ত ব্রিজ, পাহাড় ও চা বাগান নিয়ে জাফলং সিলেটের অন্যান্য দর্শনীয় স্থান থেকে বিশেষ গুরুত্ব পেয়েছে।
জাফলং কি দেখবেন, যাওয়ার উপায়, কোথায় খাবেন, কোথায় থাকবেন, খরচ ও ট্যুর প্ল্যান সহ একটি পরিপূর্ণ ভ্রমণ নির্দেশনা।
১.জাফলং জিরো পয়েন্ট
২.জাফলং মায়াবী ঝর্ণা
৩.সংগ্রামপুঞ্জী চা বাগান
৪.শ্রীপুর চা বাগান
৫.ডিবির হাওর শাপলা বিল (অক্টোবর – জানুয়ারী মাসে যাওয়া ভালো)
৬.লালাখাল -(শীতকালে যাওয়া ভালো)
৭.আগুন পাহাড়
৮.শাহ পরান মাজার
৯.শাহ জালাল মাজার ও সাত রঙ চা
সিলেট হোটেল ও রিসোর্ট:
সিলেট শহরের দরগা গেট থেকে আম্বরখানা, তালতলা, লামাবাজার, কদমতলী পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। কম খরচে দরগা গেট এলাকায় ৫০০-১০০০ টাকায় হোটেল পাবেন।
ভালো সার্ভিসের হোটেল গুলোর মধ্যে রয়েছে হোটেল হলি গেইট, হলি ইন, লা ভিস্তা হোটেল, পানসি ইন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, ব্রিটানিয়া হোটেল, নিরভানা ইন, হোটেল নূরজাহান গ্র্যান্ড ইত্যাদি।
এসব হোটেলে থাকতে খরচ হবে ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। লাক্সারী হোটেল ও রিসোর্টের মধ্যে আছে রোজ ভিউ হোটেল, নাজিমগর রিসোর্ট, গ্র্যান্ড প্যালেস সহ আরও কিছু হোটেল। প্রতি রাতের জন্যে খরচ হবে ৮,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত।
ঢাকা থেকে সিলেট:
ঢাকার ফকিরাপুল, গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায়৷ গ্রীন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলি, এনা ও লন্ডন এক্সপ্রেস বাস ঢাকা সিলেট রুটে চলাচল করে। এসি বাসের ভাড়া ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে এবং নন-এসি বাস ভাড়া ৪৭০ থেকে ৬০০ টাকা।
সিলেট থেকে জাফলং:
জাফলংগামী বাস ছাড়ে কদমতলী থেকে। লোকাল বাস ভাড়া জনপ্রতি ৭০ টাকা এবং গেইটলক বিরতীহীন বাস ভাড়া ১০০ টাকা। রিজার্ভ গাড়িতে যেতে চাইলে সিএনজি, লেগুনা বা মাইক্রোবাস পাবেন বন্দরবাজার শিশুপার্কের সামনে থেকে।
তবে সিলেটের প্রায় সব জায়গাতেই রিসার্ভ যাওয়ার গাড়ি পাওয়া যায় । জাফলং যাওয়া-আসা সহ সারাদিনের জন্যে সিএনজি ভাড়া ১২০০ থেকে ১৫০০ টাকা, লেগুনা ২০০০-২৫০০ টাকা এবং মাইক্রোবাস রিজার্ভ নিলে ভাড়া লাগবে ৩০০০ থেকে ৫০০০ টাকা।
নন এসি বাস অথবা ট্রেনের শোভন চেয়ারে গেলে যাতায়াত খরচ কমে যাবে। নূন্যতম
খরচের হিসেব করলে ঢাকা থেকে ১ দিনের প্ল্যানে ৪-৫ জন মিলে গেলে জনপ্রতি ১৫০০-১৮০০ টাকাতেই জাফলং ঘুরে আসা সম্ভব।