বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ওয়ানডে বোলার ও সাবেক অধিনায়ক, নড়াইল এক্সপ্রেস খ্যাত, মাশরাফি বিন মর্তুজাকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য প্রাথমিক ওয়ানডে ও টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি।
আজ দল থেকে বাদ পড়েও মাশরাফি পেশাদারদের মতোই বলেছেন, ‘এখানে আবেগের কোনো স্থান নেই।’
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ওয়ানডে বোলারের বাদ পড়াটা অনেকটাই অনুমিত ছিল। খুব কঠিন সিদ্ধান্তটি সবার সম্মতিতে হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকেরা। ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের সুযোগ করে দিতেই মাশরাফির অভিজ্ঞতাকে বিসর্জন দিয়েছেন নির্বাচকেরা।
গত ফেব্রুয়ারি-মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের সর্বশেষ ওয়ানডে সিরিজে মাশরাফি ছিলেন জাতীয় দলের অধিনায়ক। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। তবে বাংলাদেশ দলের সাধারণ সদস্য হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল ৩৭ বছর বয়সী মাশরাফির। করোনার দীর্ঘ বিরতি ও চোটের সঙ্গে লড়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ফিরে ভালো বোলিংও করেন। এক ম্যাচে ক্যারিয়ার-সেরা ৫ উইকেট নিয়ে নিজ দল জেমকন খুলনাকে ফাইনালেও তোলেন। কিন্তু তিনি যে জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই টিম ম্যানেজমেন্টের হিসাবের বাইরে। ক্যারিবীয় সিরিজের দল ঘোষণার পর ২৭০ ওয়ানডে উইকেটের মালিক মাশরাফিকে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে দেখার সম্ভাবনাই ক্ষীণ হয়ে পড়ল।
দুই টেস্ট ও তিন ওয়ানডে সিরিজ খেলতে ক্যারিবিয়ানরা ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসবে। দু’দল সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ২০ জানুয়ারি। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট।
বাংলাদেশ প্রাথমিক ওয়ানডে দলে আছেন যারা :
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মোসাাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নাঈম শেখ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মাহাদী হাসান ও রুবেল হোসেন।
বাংলাদেশ প্রাথমিক টেস্ট দলে আছেন যারা :
মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও এবাদত হোসেন চৌধুরী।