হঠাৎ উধাও চীনা প্রযুক্তি বিলিয়নিয়ার জ্যাক মা। ২ মাসেরও বেশি সময় ধরে তাকে জনসম্মুখে দেখা যায়নি। তিনি এখন কোথায় আছেন তা কেউ জানেন না। এমনকি নিজের উদ্ভাবিত ট্যালেন্ট শোতেও নেই তার উপস্থিতি।
চীনা উদ্যোক্তা জ্যাক মাকে সর্বশেষ দেখা গিয়েছিল সাংহাইয়ে গত অক্টোবরের শেষে অনুষ্ঠিত একটি সম্মেলনে। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি চীনা নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করেন।
এর পরপরই আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের আইপিও স্থগিত করে চীনা কর্তৃপক্ষ। অ্যান্ট গ্রুপ আর্থিক সেবাদাতা প্রযুক্তি প্রতিষ্ঠান।
শুধু তা-ই নয়, আলিবাবার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের তদন্ত শুরু করেছে চীনা কর্তৃপক্ষ। এ ছাড়া অ্যান্ট গ্রুপ থেকে এই প্রতিষ্ঠানের অনলাইন আর্থিক সেবা দেওয়া বিভাগকে আলাদা করে ফেলারও নির্দেশ দিয়েছে তারা।
যুক্তরাজ্যের সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমস গত শুক্রবার এক প্রতিবেদনে জানায়, আফ্রিকা’স বিজনেস হিরোস নামের একটি টেলিভিশন শোর বিচারক ছিলেন জ্যাক মা। গত নভেম্বরে এই শোর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ওই পর্বে জ্যাক মার পরিবর্তে অন্য বিচারক উপস্থিত ছিলেন।
এই পরিস্থিতিতে জ্যাক মা বেশ তোপের মুখে পরে গিয়েছেন! সামনে কি ঘটবে তা সময়ই বলে দিবে।