জানুয়ারির দলবদলেই কিছু নতুন খেলোয়াড় দলে ভিড়াতে চান বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। একই সঙ্গে ছেড়ে দিতে চান কিছু খেলোয়াড়কে। তবে ক্লাবের বর্তমান আর্থিক দুরাবস্থা বিবেচনায় নতুন খেলোয়াড় কেনা যে কতটা কঠিন হবে, সেটাও বুঝতে পারছেন বার্সার ডাচ কোচ।
লা লিগায় বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় স্বাগতিক আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে চলমান দলবদলে নিজের পরিকল্পনা তুলে ধরেন দলটির কোচ।
গত ৩৩ বছরের মধ্যে লিগে সবচেয়ে বাজে শুরু করায় স্বভাবতই কিছুটা চাপে আছেন বার্সা কোচ। তাই বার্সেলোনা দলে পরিবর্তনের প্রয়োজন দেখছেন কোম্যান। তিনি বলেন “দল শক্তিশালী করার জন্যে সব কোচই জানুয়ারির দলবদলের দিকে চেয়ে থাকে, আমিও তাই।”
“আমি একটা পরিকল্পনা তৈরি করেছি, যেখানে কিছু খেলোয়াড় চলে যেতে পারে আর কয়েকজনকে আমরা দলে টানতে পারি। তবে এটা নির্ভর করছে ক্লাবের ওপর।”
লা লিগায় আথলেতিক বিলবাও ম্যাচ সামনে রেখে অনুশীলনে বার্সেলোনা। ছবি: বার্সেলোনালা লিগায় আথলেতিক বিলবাও ম্যাচ সামনে রেখে অনুশীলনে বার্সেলোনা। করোনাভাইরাস মহামারীর কারণে অর্থিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্থ হওয়া দলটি জানুয়ারিতে খেলোয়াড়দের বেতন দেরিতে দেওয়ার ঘোষণা দিয়েছে। মৌসুমের শুরুতে কাতালান দলটিতে যোগ দেওয়া কুমানের পরিকল্পনার বাস্তবায়নে তাই বাস্তব কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত। ইতিমধ্যে ধারে ক্লাব ছাড়ার অনুমতি পেয়ে গেছেন কার্লেস আলেনা। তরুণ এই স্প্যানিশ মিডফিল্ডার লিগ প্রতিপক্ষ গেতাফেতে যোগ দিতে রাজি বলে দেশটির গণমাধ্যমের খবর।
লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে এক ম্যাচ বেশি খেলেও শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে বার্সেলোনা। সবশেষ ম্যাচে তারা ওয়েস্কার বিপক্ষে লড়াই করে জিতলেও বিলবাওয়ের মাঠে কঠিন পরীক্ষাই দিতে হবে কোম্যানের দলকে। সব প্রতিযোগিতা মিলে এখানে সবশেষ দুই ম্যাচেই ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। সবশেষ এখানে তারা জালের দেখা পেয়েছিল ২০১৭ সালে।
১৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে আছে বিলবাও। এই ম্যাচ দিয়েই বিলবাও অধ্যায় শুরু করবেন নতুন কোচ মার্সেলিনো। নিজের সবশেষ দেখায় বার্সেলোনাকে হারানোর অভিজ্ঞতা আছে এই স্প্যানিয়ার্ডের। তার কোচিংয়ে ২০১৯ কোপা দেল রের ফাইনালে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছিল ভালেন্সিয়া।