মাগুরার শ্রীপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে প্রচন্ড আঘাতে মুস্তাক আহম্মেদ নয়ন (৩০) নামের চীনে অধ্যয়নরত এক পিএইচডি গবেষক নিহত হয়েছেন। নিহত প্রবাসি এই পিএইচডি গবেষক ঘাসিয়াড়া গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে।
সোমবার (১১ জানুয়ারি) রাতে সারংঙ্গদিয়া ফায়ার সার্ভিস এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাতে ব্যক্তিগত কাজে নয়ন মোটরসাইকেলে করে উপজেলা সদর বাজারে যান।
সেখান থেকে ফেরার পথে উপজেলার সারংঙ্গদিয়া ফায়ার সার্ভিস এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান। ঘটনাস্থলেই তিনি মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মাসুদ মোটরসাইকেল দুর্ঘটনায় মুস্তাক আহম্মেদ নয়ন এর মোটরসাইকেল নিয়ন্ত্র্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। তার এই অকাল মৃত্যুতে চীনে অধ্যয়নরত তার সহপাঠী ,শুভাকাঙ্ক্ষী, শিক্ষকবৃন্দ ও চীনের বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।