প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮৮৩ জনে।
এছাড়া গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন।
আজ শনিবার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও আট জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, চার জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব রয়েছেন ১২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬৩৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৭১ হাজার ৭৫৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৩৪ লাখ ৪৪ হাজার সাতটি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।