নোয়াখালী বসুরহাট পৌরসভায় নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা পরাজিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর বাসায় মিষ্টি নিয়ে দেখা করতে গেছেন।
আজ রবিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় বসুরহাট কলেজ রোডেরস্থ কামাল চৌধুরীর বাসায় যান নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা।
এ সময় বিএনপির সভাপতি কামাল চৌধুরীর প্রশংসা করে কাদের মির্জা বলেন, “আপনাদের অংশ গ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়।”
কামাল উদ্দিন চৌধুরী বলেন, “নবনির্বাচিত মেয়র পৌরসভার উন্নয়নে এবং রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতে সহযোগিতা চেয়েছেন। তা ছাড়া অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে শিগগিরই একটি কমিটি করার কথা বলেছেন। আমিও তাঁকে সহায়তা করার আশ্বাস দিয়েছি।”
বিএনপির সভাপতির সাথে দেখা করার পরে কাদের মির্জা মফজল রোডস্থ জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মোশারফ হোসাইনের বাসা মিষ্টি নিয়ে দেখা করেন।
মুহাম্মদ মোশারফ হোসেন বলেন, “নবনির্বাচিত মেয়র রাজনৈতিক সৌহার্দ্যের অংশ হিসেবে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। এটা অবশ্যই একটি ভালো দিক। তিনি পৌরসভার উন্নয়নে সহযোগিতা চেয়েছেন। আমিও সহযোগিতার আশ্বাস দিয়েছি।”
নোয়াখালীতে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে বসুরহাট পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যাপক ভোটারদের উপস্থিতিতে শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীন ভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল সাড়ে ৮টার দিকে ১নং কেন্দ্র উদয়ন প্রিক্যাডেট একাডেমি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী, সকাল ৯টার দিকে ৫নং বসুরহাট এএইচসি কেন্দ্রে বিএনপি প্রার্থী ও ৮নং বসুরহাট ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নিজেদের ভোট দিয়েছিলেন স্বতন্ত্রপ্রার্থী।