গাইবান্ধা পৌরসভা নির্বাচনের ৯ নং ওয়ার্ডের ফল ঘোষণাকে কেন্দ্র করে র্যাব-পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার পর পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো এলাকা, তাই এলাকাবাসীকে আতঙ্কিত না হতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
আজ সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই শাহাদত হোসেন সদরের পূর্ব কোমরনই এলাকায় মাইকিং করে এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সবাইকে ঘরে ফিরতে এবং স্বাভাবিক ভাবে চলাফেরা করার আহবান করেন।
গত শনিবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পূর্ব কোমরনই কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় ভোট গণনা সঠিক হয়নি দাবি করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের আটকে রাখে কাউন্সিলর প্রার্থী ইউনুস আলী শাহিন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার উল সরোয়ার সাহিববের সমর্থকরা। পরে তারা র্যাব-পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়।
এতে র্যাব, পুলিশ, ডিবি ও ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয় কয়েকজন আহত হন। এ ঘটনার পরদিন র্যাব-পুলিশের পক্ষ থেকে সদর থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।