সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিডিটোন২৪.কম পাঠক ফোরাম।
আজ শুক্রবার (২৯ শে জানুয়ারি) সন্ধ্যায় অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে দেশ বিদেশে কর্মরত বিডিটোন২৪.কমের সকল প্রতিনিধিদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে বিডিটোন২৪.কম পাঠক ফোরাম। জ্যেষ্ঠ উপ-সম্পাদক সাব্বির আহম্মেদ এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন জনাব আবু সাদাত, সহযোগী সম্পাদক, বিডিটোন২৪.কম। প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ তাসবিরুল হক অনুর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি শারীরিক অসুস্থ্যতার জন্য উপস্থিত থাকতে পারেননি।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বিডিটোন২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদক জনাব সোয়ায়েব ফরহাদ, সহযোগী সম্পাদক জনাব বাচ্চু শেখ রবিন, জনাব রাসেল মিয়া, জনাব শরিফুল ইসলাম, জনাব সহকারী সম্পাদক মোঃ আনাস, জনাবা সুরাইয়া নাসরিন, বার্তা সম্পাদক জনাব রায়হান মিয়া, সহকারী বার্তা সম্পাদক জনাব আফতাব ওয়াফি সহ উপ-সম্পাদক, রিপোর্টার ও বিশেষ প্রতিনিধিবৃন্দ।
কর্মশালায় বিশেষ দিকনির্দেশনা ও প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন বিডিটোন২৪.কম এর সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ শামসুল আকরাম। তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিডিটোন২৪.কম ও কর্মরত সকলের ভবিষ্যৎ শুভ কামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।