কোভিড-১৯ এর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনই কোন সিদ্ধান্তে আসছে না । তবে ফেব্রুয়ারি মাস পর্যবেক্ষণ করে মার্চ-এপ্রিল মাসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার উদ্বোধন করেন ।
প্রধানমন্ত্রী বলেন, ফেব্রুয়ারিতে করোনা পরিস্থিতি উন্নতি হলে মার্চ-এপ্রিল মাসে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি ।
প্রসঙ্গত, বাংলাদেশে কোভিড-১৯ এর কারণে গত ১৭ মার্চ ২০২০ থেকে কয়েক ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে ।