বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবিলার কৌশল হিসেবে সিলেট এসে পৌঁছালো ২ লাখ ২৮ হাজার ডোজ ভ্যাক্সিন।
আজ ৩১ জানুয়ারী ২০২১ রোজ রবিবার বেলা পৌনে ১ টায় বেক্সিমকো ফার্মার শীততাপ নিয়ন্ত্রিত কাভার্ড ভ্যানে করে ভ্যাক্সিন, নগরীর চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাজিয়া সুলতানা ও জেলা সিভিল সার্জন ডা. প্রমানন্দ মন্ডল ভ্যাক্সিন গুলো গ্রহণ করেন। এছাড়াও এসময় সেখানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ও সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, ভ্যাক্সিনবাহী কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে রওনা দেয় গতকাল শনিবার। রবিবার সকালেই কিছু ডোজ ভ্যাক্সিন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় দিয়ে, সিলেটের পথে রওনা হয়। পুলিশ পাহারায় ভ্যাক্সিনবাহী কাভার্ড ভ্যানটি বেলা পৌনে ১ টায় নগরীর চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ে আনা হয়।