‘একটা গোপন কথা ছিল বলবার’, ‘মন ভালো নেই’ কিংবা ‘বন্ধু ভাবো কি’ এর মতো অসংখ্য জনপ্রিয় গান যার দখলে, তিনি জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু। কণ্ঠশিল্পী তপুকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই।
শুধু তরুণ প্রজন্ম নয়, সববয়সি মানুষের কাছেই সমান জনপ্রিয় তিনি। তার মতো করে গান গাইতে পারা কিংবা তার মতো করে ভাবার স্বপ্ন অনেকেরই। যে ছেলেটি বা মেয়েটি তার মনের মানুষকে মনের কথা বলতে পারছে না, সে হয়তো মনের মানুষটিকে শুনিয়ে দিল তপুর সেই বিখ্যাত গান, ‘এত ভেবে কী হবে’।
‘এক পায়ে নূপুর’ খ্যাত সংগীতশিল্পী তপু প্রায় আড়াই বছর পর নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন। নাম ‘পৃথিবী ঘুমাক’।
এই গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। আর সংগীত আয়োজন করেছেন রাফা।
এ বিষয়ে তপু জানান, “বৈশ্বিক মহামারি করোনার সময় আমরা প্রায় সবাই ঘরবন্দী ছিলাম। ওই সময় অনুভব করলাম, আমার পৃথিবীকে কি দিয়েছি? শুধু তো নিয়েই গেলাম। এমন ভাবনা চিন্তা থেকেই গানের কথাগুলো তৈরি করা।”
তিনি আরও বলেন, “গানের ভিডিওতে ভিন্নতা আনা হয়েছে। পিনু রহমানের স্থিরচিত্র দিয়ে এর অ্যানিমেশন ভিডিও করা হয়েছে। আর গানটিতে আমার সঙ্গে কোলাজ করেছেন রাফা। আশা করি, গানটি সবার ভালো লাগবে।”
দীর্ঘ বিরতির প্রসঙ্গে তপু বলেন, “এমনিতে কম গান করি। ভিন্নধর্মী কিছু না করতে পারলে অযথা গান প্রকাশ করে কোনো লাভ নেই। গান যদি নিজেকেই না ছুঁয়ে যায়, শ্রোতাদের কেমন করে ভালো লাগবে। জোর করে গান করতে চাই না।”
আসছে ১০ ফেব্রুয়ারি ‘পৃথিবী ঘুমাক’ গানটি প্রকাশ হবে জি-সিরিজ ও রাফার ইউটিউব চ্যানেলে।