আজ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৮০২ জন মারা গেছেন।
একই সময়ে দেশে ১ হাজার ৭২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১ হাজার ৭২৪ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ২৭ শতাংশ।
আর একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন।