গাইবান্ধায় অবৈধ যানবাহন বন্ধে জেলা পুলিশের অভিযান শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলামের দিক নির্দেশনায় জেলা ট্রাফিক পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
আজ সকালে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান শুরু করা হয়। এসময় শহরের ব্রীজ রোড় থেকে ১৫টি কাকড়া (ট্রাকটর) ও নছিমন আটক করা হয়।
এছাড়াও সুন্দরগঞ্জ উপজেলায় ৪টি কাকড়া (ট্রাকটর), গোবিন্দগঞ্জ উপজেলায় ২টি ভটভটি ও পলাশবাড়িতে ২টি নসিমন আটক করা হয়েছে। সম্প্রতিক জেলায় ট্রাকট্রর বেপরোয়া ভাবে চালানোর কারনে প্রায় সময়ে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এমন অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
শুধু আটক নয় জেলা প্রশাসক ও বিআরটিএ ভ্যামমান আদালতের মাধ্যামে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান সর্বস্তরের জনগণ।