আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সঞ্চালনা করেন আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
গত ১১ নভেম্বর ছিল যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনা ভাইরাসের কারণে তখন এ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। এ কারণে বিস্তারিত কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ড থেকে সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।