আজ থেকে ট্রেনে কোনো আসন আর ফাঁকা রেখে ট্রেন চলবে না। সব আসনে যাত্রী নিয়েই চলবে ট্রেন। আজ ১৬/০৯/২০২০ইং থেকে শতভাগ আসনে যাত্রী পরিবহন করবে ট্রেন। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। উল্লেখ্য, ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।
গেল বছরের মার্চ থেকে করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হবে। রেলওয়ে সূত্রে জানা যায়, আজ থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে ২১৮টি ট্রেন চলবে।