সম্প্রতি কভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে সৌদি ২০ দেশের অনুপ্রবেশ নিষিদ্ধ করেছে। গতকাল ইন্ডিয়ান এম্বাসি রিয়াদ থেকে জানানো হয় এটি।
সৌদি উপদেষ্টা গতকাল টুইট করে বলেছেন যে কভিড-১৯ পরিস্থিতির জন্য সাময়িকভাবে ২০ দেশের প্রবেশ নিষিদ্ধ করা হল। পরিস্থিতি একটু স্বাভাবিক অবস্থায় আসলে আবার সব দেশের প্রবেশাধিকার দেয়া হবে।
ইন্ডিয়াসহ আর্জেন্টিনা, আরব আমিরাত, জার্মানি, ইন্দোনেশিয়া, আমেরিকা, আয়ারলান্ড, পাকিস্তান, ইতালি, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, পর্তুগাল, সাউথ আফ্রিকা, তুর্কী, সুইডেন, সুইজারলান্ড, ফ্রান্স, মিশর, জাপান, লেবানন।
হপকিন্স ইউনিভার্সিটি এর মতে সৌদি আরাবিয়াতে প্রায় ৩৭১,৩৫৬ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এর মাঝে ৬,৪১৫জনের করোনায় মৃত্যু হয়েছে।